Date : 2024-04-19

এসএসসি জটের পর আন্দোলনের পথে পিটিটিআই ছাত্র-ছাত্রীরা

কলকাতা: এসএসসি চাকরি প্রার্থীদের সমঝোতার রাস্তা তৈরি হতেই এবার পিটিটিআই ছাত্র-ছাত্রীরা চাকরির দাবিতে জমায়েত হওয়ার সিদ্ধান্ত নিল।

১০ এপ্রিল ধর্মতলার সেন্ট্রাল এভিনিউতে জমায়েত হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করবেন তারা।

মিছিল শেষে মুখ্যমন্ত্রী ও শিক্ষমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিয়ে দাবি পুরণের আর্জি জানাবেন পিটিটিআই ছাত্র-ছাত্রীরা।

জানেন কি আজ বিশ্ব ইডলি দিবস?

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল এসএসসি জট

সূত্রের খবর তাদের মূলত দুদফা দাবি পূরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথমত, সুপ্রিম কোর্টের রায় মেনে ও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যারা সেই সময় চাকরি জট কাটানোর জন্য কেস করেছিলেন বা করেননি সেই চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে।

দ্বিতীয়ত, অন্যান্য রাজ্যের ন্যায় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো ও নুন্যতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক ও দু বছরের ট্রেন্ড ক্যাটাগরী করতে হবে।

সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতির সত্ত্বেও পিটিটিআই চাকরি প্রার্থীরা এখনও কোন সদুত্তর পাননি।

চলছে পাইপ সারানোর কাজ, মধ্য ও উত্তর কলকাতায় বন্ধ জল

তাই এবার আন্দোলনের পথে চাকরি ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন তারা।

পাশাপাশি শনিবার মেয়ো রোডে মাদ্রাসায় নিয়োগের জন্য অনশনে বসে মাদ্রাসা চাকরি প্রার্থীরা, যদিও পুলিশ তাদের বাধা দেওয়ায় আন্দোলন তুলে নিতে বাধ্য হয় তারা। রাজ্যে শিক্ষকদের বেতন কাঠামো দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই পিছিয়ে।

সেই দাবি পুরণে ১০ তারিখ পিটিটিআই ছাত্র-ছাত্রীদের সঙ্গে রাজ্যের স্কুল শিক্ষকদের বেশ কয়েকটি  সংগঠন আন্দোলনে অংশ নেবে বলে জানা গেছে।

এমনকি ৩ এপ্রিল বিজেপির ব্রিগেড সভায় প্রধানমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পিটিটিআই ছাত্র-ছাত্রীরা।