Date : 2024-04-19

বহিরাগত রুখতে হোটেলে তল্লাশি পুলিশের

কলকাতা: ভোটের আগে শহরে বহিরাগত প্রবেশ রুখতে তৎপর কমিশন।

কালো টাকা উদ্ধারে শহরের মার্কেট কমপ্লেক্স গুলিতে তল্লাশি চালানো পাশাপাশি হোটেলগুলিতে চোখ রাখছে নির্বাচন কমিশন।

সন্ত্রাস মুক্ত স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা পরিচালনা করা এবার কমিশনের লক্ষ্য।

তাই বহিরাগত দিয়ে ভীতি প্রদর্শন করে যাতে ভোট না হয় তার দিকে কড়া দৃষ্টি রাখছে কমিশন।

ইতিমধ্যে নিউটাউনের বেশ কিছু হোটেলে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিধাননগর পুলিশের নজরে এবার এলাকার থ্রি স্টার হোটেলগুলি।

শুক্রবার বিধাননগর পুলিশের তরফে বেশ কয়েকটি হোটেলে তল্লাশি চালানো হয়।

বিধাননগর পূর্ব থানার পক্ষ থেকে একটি পরিদর্শন অভিযান চালানো হয়।

সেই অভিযানে সামিল হয়েছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

সল্টলেকের ডি এফ ব্লক, বি এ ব্লক সহ বেশ কিছু এলাকার থ্রি স্টার হোটেল এবং গেস্ট হাউস গুলিতে নজরদারি অভিযান চালায় পুলিশ।

হোটেল কর্মীদের সতর্ক করে নির্দেশ দেওয়া হয়, ভিন রাজ্যের কোনো ব্যক্তি থাকতে এলে তার সম্পর্কে সমস্ত তথ্য পুলিশকে দিতে হবে।

তাছাড়াও দীর্ঘ মেয়াদ নিয়ে থাকতে আসা ব্যক্তির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর নির্বাচনের প্রাক্কালে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে।

December 3, 2021, 2:00 am

ভোট প্রচারে বাম প্রার্থী নমিতা দাস .

RPLUS News #Rplus ... See more

December 2, 2021, 11:30 pm

ভোট প্রচারে বাম প্রার্থী উপনীতা পাণ্ডে

RPLUS News #RPlus ... See more

December 2, 2021, 11:00 pm

দুর্গাপুরে এক গৃহবধুর সাফল্যের কাহিনী

RPLUS News #Rplus