ওয়েব ডেস্ক: দেরী করে ঘুম থেকে উঠে দুপুরে কব্জি ডুবিয়ে মাংস ভাত খেয়ে ফের একটু গড়িয়ে নেওয়ার রবিবার কিন্তু নয় ৩১ মার্চ।
এদিনই সেরে ফেলতে পারেন আপনার ব্যাঙ্ক সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ কাজ।
চলতি অর্থবর্ষ ২০১৮-১৯ শেষ হতে চলেছে ৩১ মার্চ ২০১৯।
আর এই প্রসঙ্গেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে।
নির্দেশিকায় বলা হয়েছে এই রবিবার সমস্ত ব্যাঙ্ক থাকবে খোলা।
সব ধরনের ক্লোজিয়ের পাশাপাশি সরকারি ব্যাঙ্কের শাখায় থাকবে লেন-দেনের বিশেষ সুবিধা।
যদিও সপ্তাহের অন্যান্য দিনের মতো কাজ হবে না রবিবার।
চেক জমা, অনলাইন ব্যাঙ্কিং-এর কাজ করা যাবে।
এদিকে নিফ্টের জন্য আরবিআই-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে সময়সীমা।
পাশাপাশি আরটিজিএস এর মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে।
নিফ্ট সকাল ৮টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এবং আরটিজিএস সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিষেবা থাকবে।