Date : 2024-04-26

রাজনৈতিক বিজ্ঞাপন সম্প্রচারে “না” বিসিসিআইয়ের…

ওয়েব ডেস্ক: একদিকে দরজায় কড়া নাড়ছে সপ্তদশ লোকসভা নির্বাচন।

আর অন্যদিকে আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল।

লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বিজ্ঞাপনের এককথায় ছড়াছড়ি।

এই অবস্থায় লোকসভা ভোটকে হাতিয়ার করে বিপুল পরিমাণ লাভের মুখ দেখতে চেয়েছিল স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড৷

কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্তে সে গুড়ে বালি।

আইপিএল চলাকালীন কোনও রকম রাজনৈতিক বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে না, স্টারকে সাফ জানিয়েদিল বিসিসিআই।

বিসিসিআই-এর মিডিয়া রাইটস অ্যাগ্রিমেন্টের ৮.৬(বি) ধারায় লেখা রয়েছে, আন্তর্জাতিক কিংবা ঘরোয়া টুর্নামেন্ট চলাকালীন বোর্ডের ব্যানারে কোনও রাজনৈতিক এবং ধর্মীয় বিজ্ঞাপণ সম্প্রচার করা যাবে না৷

তা সত্ত্বেও বিসিসিআইয়ের কাছে আর্জি জানায় স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

তবে এদিন বৈঠকের পর পুরোনো সিদ্ধান্তেই অনড় রইল বিসিসিআই।