Date : 2024-05-27

জানেন কি কোন দিনগুলিতে ভারতীয়রা সবচেয়ে কম পর্ন দেখেন?

ওয়েব ডেস্ক: পর্ন দেখায় ভারতীয়রা ফার্স্ট না হলেও মার্কশিট কিন্তু মোটেই খারাপ নয়। পর্ন দেখায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই সাইটগুলির প্রতি ভারতীয়দের আসক্তির বাড়বাড়ন্ত প্রতিনিয়ত বেড়ে চলেছে। ভারতীয়দের এই আসক্তিতে ইতিমধ্যেই রাশ টেনেছে বেশ কয়েকটি টেলিকম সংস্থা। কিন্তু আপনি কি জানেন কোন দিনগুলিতে ভারতীয়রা স্বেচ্ছায় কম পর্ন দেখেন?

লেখক রবি আগরওয়ালের ‘Sunny-The Rise of Pornography’ বইয়ের একটি অধ্যায়ে উল্লেখ করা হয়েছে বছরের কয়েকটি বিশেষ দিনে নিজের থেকেই কম পর্নসাইট সার্চ করেন বা বলা যায় কম পর্ন দেখেন ভারতীয়রা৷ লেখক আরও জানিয়েছেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের দিন ভারতীয়দের মধ্যে পর্ন দেখার প্রবণতা বেশ কম৷

হিন্দুদের অনুষ্ঠানের দিন ভারত থেকে পর্ন সাইটগুলির ব্যাবসা কিছুটা হলেও মুখ থুবড়ে পড়ে। আয়ের পরিমাণ কমে যায় প্রায় ১৭ শতাংশ৷ একই ভাবে রমজানের সময় ভারতে পর্ন সাইটগুলির রোজগার কমে যায় প্রায় ১৫ শতাংশ৷ ছুটির দিনেও পর্ন সাইটগুলি ভারত থেকে কম আয় করে৷ তবে, সপ্তাহের অন্যান্য দিনের মধ্যে শনিবারই সবচেয়ে বেশি আয় হয়ে থাকে পর্ন সাইটগুলির৷