ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন অনেকদিন,এখন তাঁর একমাত্র ধ্যান-জ্ঞান ওয়ান ডে। ৩৬ বছরেও যাঁর হার না মানা জেদ মুগ্ধ করে বিশ্ববাসীকে, তিনি বাংলা তথা ভারতের গর্ব ঝুলন গোস্বামী।
আরও একবার আইসিসি -র ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে তিনি। সোমবারই প্রকাশিত হয়েছে এই ফলাফল। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আইসিসি-র ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন তিনি৷
দুবছর পর ফের সেই স্থান ফিরে পেল চাকদহ এক্সপ্রেস। ফেব্রুয়ারি মাসে ওয়ান ডে-তে বোলারদের তালিকায় শীর্ষে ঝুলন গোস্বামী। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ৮ উইকেট নিয়ে আইসিসি মহিলা ওয়ান ডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে নম্বর ওয়ান ঝুলন গোস্বামী। ২১৮ টি উইকেট নিয়ে মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বসেরা ঝুলন।