ওয়েব ডেস্ক: স্থলপথ, আকাশপথের পর কি এবার যুদ্ধাঙ্গণে পরিণত হবে ভারতের জলপথ? অন্তত নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লনবার মন্তব্য সেই জল্পনাই উস্কে দিয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডায়লগে উপস্থিত হয়ে তিনি জানান, সমুদ্রপথে হামলা চালাতে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের। এদিন নাম না করে পাকিস্তানকে নিশানা করে তিনি সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তোলেন । তিনি স্পষ্ট ভাষায় জানান, বিশ্বের শান্তি ও স্থায়িত্বের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় বিপদের কারণ সন্ত্রাসবাদ।
জলপথে ভারতের বুকে আগেও বড়সড় আক্রমন হেনেছে জঙ্গিরা। প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বই হামলার সময় আজমল আমির কাসভ-সহ অন্য জঙ্গিরা আরবসাগর দিয়েই মুম্বই উপকূলে হামলা করেছিল। গত ১৪ই ফেব্রুয়ারী পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ৪৪ জন জওয়ান। ঘটনার ১২ দিন পর পাকিস্তানকে প্রত্যাঘাত করে ভারত। এয়ার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানে ধ্বংস করে দেওয়া হয় বহু জঙ্গি ঘাঁটি। এখনও উত্তপ্ত ভূস্বর্গ। এর মধ্যে নৌসেনা প্রধানের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।