Date : 2024-04-20

“মিশন-শক্তি”,মহাকাশে বড় সাফল্য ভারতের, ঘোষণা মোদীর

ওয়েব ডেস্ক: ভারতের মুকুটে নয়া পালক। সফল অপারেশন মিশন শক্তি।

বুধবার আনুষ্ঠানিক ঘোষণার আগে নিজের ট্যুইটার হ্যান্ডেলে বেলা সাড়ে ১১টা নাগাদ একটি ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেই ট্যুইটেই তিনি জানান, গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন। বেলা ১২টার কিছু পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েই ঘোষণা করেন এই সাফল্যের কথা।

তিনি বলেন, ভারতের জন্য আজ গর্বের দিন। ভারত মহাকাশে অন্যতম শক্তি। অব্যবহৃত স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে।

আমেরিকা, চিন, রাশিয়ার পরই ভারতের সাফল্য। গোটা অপারেশনের নাম ছিল মিশন শক্তি।

তিন মিনিটে সম্পন্ন করা হয় মিশন শক্তি।

৩০০ কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত।

মোদী জানিয়েছেন, লো আর্থ অরবিটে একটি অব্যবহৃত স্যাটেলাইট ধ্বংস করেছে ভারতে তৈরি অ্যান্টি স্যাটেলাইট A-SAT মিসাইল।

এই অভিযানের মাধ্যমে ভারত মহাকাশের লড়াইয়ে আরও শক্তিশালী হয়ে গেল। এ স্যাটের পরীক্ষা সফল।

অত্যন্ত জটিল এই পরীক্ষায় সাফল্য এসেছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এই অভিযানে কোনও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা হয়নি।