Date : 2024-02-28

কালবৈশাখীর তান্ডবে বন্ধ ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

কলকাতা: পূর্বাভাস ছিল আগে থেকেই। সকাল থেকেই প্রচুর জলীয় ঢুকতে শুরু করে বাতাসে।

দুপুর গড়িয়ে বিকেল হতেই আকাশের মুখ ভার।

বিকেল পাঁচটা নাগাদ কালো মেঘে অন্ধকার নেমে আসে শহর ও শহরতলির আকাশে।

ঝড় বাতাস, বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির ধারা নিয়ে আছড়ে পড়ে কালবৈশাখী।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় শুরু হয় ব্যপক ঝড় বৃষ্টি।

কালবৈশাখীর দাপটে শিয়ালদহ মেন শাখা, দক্ষিণ শাখায় বিপর্যস্ত হয় ট্রেন পরিষেবা।

এছাড়া বজবজ লাইনেও বন্ধ হয় ট্রেন চলাচল। কোন কোন জায়গায় ওভার হেডের তার ছিঁড়ে পড়ে।

হাওড়া-কাটোয়া শাখায় গাছ উপড়ে পড়ে লাইনের উপর।

কলকাতার সর্বত্র ব্যপক ঝড় হয়। ট্রেন পরিষেবায় ব্যঘাতের কারণে বহু স্টেশনে আটকে পড়েন যাত্রীরা।

এছাড়া কলকাতার রেড রোডে গাছ পড়ে যান চলাচল ব্যহত হয়।

আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাতাসে আরও জলীয় বাষ্প ঢুকবে ফলে আগামী সপ্তাহেও কালবৈশাখীর সম্ভবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের তাপমাত্রা উর্ধমুখী থাকবে এই কয়েকদিন।