Date : 2024-03-29

অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে চোট মাহির

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে শনিবার, তার আগেই কার্যত ধাক্কা খেল ভারতীয় শিবির। অনুশীলনের মাঠেই চোট পেলেন মহেন্দ্র সিং ধোনি। যার ফলে প্রথম একদিনের ম্যাচে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে ধোনির খেলা। শুক্রবার হায়দরাবাদে অনুশীলনে সাপোর্ট স্টাফ রাঘবেন্দ্রর থ্রো ডাউনে ডান হাতের ফোরআর্মে চোট পান মাহি। তার আগে অবশ্য পুরোদমে প্র্যাকটিস করছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর চোট কতটা গুরুতর তা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। চোট গুরুতর হলে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামতে পারবেন না ধোনি। সেক্ষেত্রে ঋষভ পন্থকে প্রথম একদিনের ম্যাচে উইকেট কিপার হিসাবে মাঠে দেখা যাবে।

তাই এই সিরিজে ৫০ ওভারের ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডে মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে যেতে পারেন রোহিত শর্মাও। প্রসঙ্গত, ধোনি ও রোহিত, দু’জনেরই ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে ২১৫ (৬) রয়েছে। অবশ্য আইসিসির তালিকা অনুসারে, মোট ছয়ের তালিকায় প্রথম দশে ধোনি-রোহিত ছাড়াও আছেন দুই ভারতীয় সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিন মেরেছেন ১৯৫ ছয়। সৌরভ গাঙ্গুলির ঝুলিতে আছে ১৯০ টি ছয়। তবে ধোনির বদলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অন্য পরিকল্পনাও নিতে পারেন। কেএল রাহুল এবং আম্বাতি রায়াডু প্রথম একাদশে খেললে রাহুলও কিন্তু কিপিং করতে পারবেন বলে জল্পনা উঠেছে টিম ইন্ডিয়ার তরফে।