Date : 2024-04-25

পথদুর্ঘটনার জেরে অবরোধ তুলতে লাঠিচার্জ অশোকনগরে

বনগাঁ: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ৫ ঘন্টার অবরোধ তুলতে এবার আসরে নামল পুলিশ। পরিস্থিতি আয়ত্তে আনতে বিশাল পুলিশবাহিনী লাঠিচার্জ করে, নামানো হয় রযাফ। ঘটনাস্থলে পুলিশকে দেখে উন্মত্ত জনতা ইটবৃষ্টি করায় লাঠিচার্জের সিদ্ধান্ত নেয় পুলিশ। প্রসঙ্গত, অশোকনগরের জিরাট রোডে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার শুরু হয়। সূত্রের খবর, একটি সিলিন্ডার বোঝাই লরি পিছন থেকে এসে একটি বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাইক থেকে পড়ে গিয়ে বছর সাতাশের এক যুবকের মৃত্যু হয়। এর পরেই উত্তেজিত জনতা পথ অবরোধ শুরু করে। ৫ ঘন্টা পথ অবরোধ চলে এবং সরকারি বাসে ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের অভিযোগ, লরির গতিবেগ তুলনায় অনেকটা বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা দেন লরির চালক। এরপর বাইক আরোহী পড়ে গেলে লরির চাকা তাকে পিষ্ট করে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জিরাট রোডে বেপরোয়া ভাবে যান চলাচল করে। যান নিয়ন্ত্রণের বদলে এখানে পুলিশ ব্যস্ত থাকে তোলা আদায়ে। মঙ্গলাবার সকালেও তোলা তুলতে গিয়ে ঘাতক লরিটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ মৃতদেহটি রাস্তায় পড়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। এরই মধ্যে ওই এলাকা দিয়ে একটি সরকারি বাস যাওয়ার চেষ্টা করলে, স্থানীয়রা তাতে ভাঙচুর চালায়। টানা ৫ ঘন্টা অবরোধ ও বিক্ষোভের জেরে হাবড়া-নৈহাটি রোডে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।