কলকাতা: নিত্যদিন বাড়তে থাকা মেট্রো যন্ত্রনার মধ্যেই শহরে এল মেট্রোর নতুন রেক। চিন থেকে কলকাতায় এল এই রেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেট্রোর CPRO ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানান, এরপর একে একে ১৪টি রেক আসবে কলকাতায়। মেধা ,আইএফসি থেকেও কিছু রেক আসবে। এই নয়া রেকে থাকবে বেশ কিছু নজরকাড়া সুযোগ সুবিধা।
এই নয়া রেকে থাকবে বেশ কিছু নজরকাড়া সুযোগ সুবিধা।
কী এই নয়া রেকের স্পেশাল এক্স ফ্যাক্টর,দেখে নেব এক নজরে…
১. নয়া পরিষেবায় এক একটি রেকে থাকবে ৩২০০ প্যাসেঞ্জার ক্যাপাসিটি।
২. সিটিং ক্যাপাসিটি থাকবে ৪০১ জনের।
৩. আগে কোচ প্রতি ২২ টন এসি থাকত।
এই নয়া রেকে থাকবে ২৮ টনের কিছু বেশি।
৪. গ্রিপিং হ্যান্ডেলও হবে আগের তুলনায় অনেক বেশী উন্নত মানের।
৫. প্রত্যেকটি কোচে থাকবে ৩ টি করে সিসিটিভি।
৬. প্রত্যেকটি কোচে অগ্নি নির্বাপন যন্ত্র থাকবে ৪ টি করে।
৭. দরজার আয়তনও আগের তুলনায় বেশ বড় হবে।
৮. দরজা বন্ধের ক্ষেত্রে আগে যে সমস্যায় পড়তে হত যাত্রীদের তা আর হবে না।
এক্ষেত্রে এটি প্রোজেক্টড অবস্থায় কাজ করবে।
৯. টক ব্যাক সিস্টেমও হবে আগের তুলনায় অনেক বেশী উন্নতমানের।
১০. একটি স্ক্রিন থাকবে।
পাশাপাশি সিসিটিভি স্ক্রিন থাকবে।
যদি কোনো কোচে ধোঁয়া দেখা যায়, মোটরম্যানকে তার উৎসস্থল খুঁজতে হবে না।
১১. বিশেষ পদ্ধতির মাধ্যমে যাত্রীরা কথা বলতে পারবেন মোটরম্যানের সঙ্গে।
বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে মেট্রো দুর্ভোগের নানা ছবি উঠে আসছে প্রতিদিন।
কোথাও মেট্রো লেট, যার ফলে মেট্রোতে অস্বাভাবিক যাত্রী চাপ।
কোথাও বা মেট্রোর দরজা বন্ধ নিয়ে যাত্রী অসন্তোষ।
এর পাশাপাশি রয়েছে মেট্রোয় আগুন বা ধোঁয়া আতঙ্ক।
সবমিলিয়ে দিন দিন বেড়ে চলেছে যাত্রী দুর্ভোগ।
এরই মধ্যে এই নয়া রেক কি যাত্রী অসন্তোষের আগুনে জল ঢালতে পারবে? সেটাই এখন দেখার বিষয়।