Date : 2024-04-24

বাধা নেই সাত পাকে বাঁধা পড়তে, চালু থাকবে ‘রূপশ্রী’ প্রকল্প

ওয়েব ডেস্ক: দুঃস্থ পরিবারের তরুণীর বিয়ের জন্য সরকারী তরফে সাহায্যের জন্য ‘রূপশ্রী’ প্রকল্পের ঘোষণা করে রাজ্য সরকার।

নির্বাচনী বিধি লাগু হওয়ায় বিভিন্ন সরকারি প্রকল্প স্থগিত রাখা হয়।

কিন্তু রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে ‘রূপশ্রী’প্রকল্প চালু রাখার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

এর সঙ্গে স্বাস্থ্য সাথী, সমব্যথী প্রভৃতি প্রকল্প চালু রাখার অনুমতি মিলেছে।

আদর্শ আচরন বিধি চালু হওয়ার পরেই রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এই প্রকল্প চালু রাখার আর্জি জানানো হয়।

সেই চিঠির প্রেক্ষিতে প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, এই প্রকল্প বাবদ ২৫ হাজার দেওয়া হয় বিবাহযোগ্যা অসচ্ছল পরিবারের তরুণীদের।

মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে নবান্নে জানিয়েছেন, “ইলেকশনের নামে বিভিন্ন প্রকল্পে পরিষেবা দেওয়া বন্ধ হয়ে গেলে গরিব মানুষের ক্ষতি হবে। আমরা চাই মানুষ যেন বঞ্চিত না হয়।

যেসব প্রকল্প নির্বাচনের আগে শুরু হয়েছে, সেগুলো বন্ধ করতে চাই না। নির্বাচন কমিশনের কাছে তাই অনুরোধ করেছি। কৃষক বন্ধু, রূপশ্রী, সমব্যথী, স্বাস্থ্য সাথী সহ অনেক প্রকল্প চালু থাকুক।”

নির্বাচনী নির্ঘন্ট জারি হওয়ার আগেই আলু ও ধান চাষীদের থেকে আলু, ধান কেনার কথা ছিল রাজ্য সরকারের।

নির্বাচন কমিশনের থেকে অনুমতি নিয়ে ধান, আলু কেনার প্রক্রিয়াও চালু রাখতে চায় সরকার।