Date : 2024-04-25

ছাত্রের হাত ফসকে ব্যাট লাগল ছাত্রীর মাথায়, ধুন্ধুমার স্কুলে

উত্তর দিনাজপুর: খেলতে গিয়ে ছাত্রের হাত থেকে ব্যাট ছিটকে গিয়ে মাথায় লেগে আহত হল ছাত্রী।

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর মহকুমার নন্দঝাড় হাই স্কুলে।

আহত ছাত্রীর অভিভাবকরা স্কুলে চড়াও হয়ে ব্যপক ভাঙচুর চালায়।

শিক্ষকদের হেনস্থা করে। অভিভাবকদের মারে আহত হন এক শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল টিফিনের সময় স্কুলের মাঠে ক্রিকেট খেলছিল একদল ছাত্র।

ওই সময় এক ছাত্রের হাত থেকে ব্যাট ছিটকে গিয়ে সিমা মার্ডি নামে অষ্টম শ্রেনীর এক ছাত্রীর মাথায় আঘাত লাগে।

গুরুতর আহত অবস্থায় ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন শিক্ষকরা।

ছাত্রীর পরিবারের অভিযোগ আহত ছাত্রীকে স্কুলেই বসিয়ে রেখেছিলেন শিক্ষকরা।

ফলে স্কুল চত্বরে ব্যপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের মারে আহত শিক্ষক স্থানীয় হাসপাতালে চিকিসাধীন।

ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে পৌঁছালেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে, এমনই অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের।

তবে পুলিশি হস্তক্ষেপের পর পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে খবর, স্কুল শিক্ষক এবং পরিচালন সমিতি পুরো বিষয়টি জানার পরেও এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিভাবে সৃষ্টি হল তা নিয়ে প্রশ্ন উঠছে।

অন্যদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ অধিকারী জানিয়েছেন, ওই ছাত্রীর ঠিক মতো চিকিৎসা করা হয়েছে।

তা সত্ত্বেও আজ ওই ছাত্রীর পরিবারের সদস্যরা এসে শিক্ষকদের মারধর করে পুলিশের সামনে।

December 3, 2021, 2:00 am

ভোট প্রচারে বাম প্রার্থী নমিতা দাস .

RPLUS News #Rplus ... See more

December 2, 2021, 11:30 pm

ভোট প্রচারে বাম প্রার্থী উপনীতা পাণ্ডে

RPLUS News #RPlus ... See more

December 2, 2021, 11:00 pm

দুর্গাপুরে এক গৃহবধুর সাফল্যের কাহিনী

RPLUS News #Rplus