Date : 2024-04-25

স্টেশনেই সন্তান প্রসব মহিলার…

পুরুলিয়া: ফের একবার ভারতীয় রেলের মানবিকতার নজির দেখলো দেশ। রেলের চিকিৎসক ও নার্সের সহায়তায় সন্তান সম্ভবা মহিলা প্রসব করলেন। সূত্রের খবর, অভিরাম কেরকেটা তার সন্তান সম্ভবা স্ত্রীকে মুস্কান মুন্ডাকে নিয়ে দক্ষিণ ভারতের টাম্বারাম-ডিব্রুগড় এক্সপ্রেস রওনা দিয়েছিলেন।

তাদের গন্তব্য ছিল আসামের ডিব্রুগড়। শনিবার ভোরে পুরুলিয়া স্টেশনে পৌঁছনোর পর হঠাৎই প্রসব যন্ত্রণা ওঠে মুস্কানের। প্রসব যন্ত্রণায় মুস্কান ছটফট করতে থাকলে পুরুলিয়া স্টেশন কর্তৃপক্ষের কাছে খবর দেওয়া হয়। খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় মহিলাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় রেল পুলিশ। সেখানেই রেলের চিকিৎসক ও নার্সের সহায়তায় শিশুকন্যার জন্ম দেন ওই মহিলা।

কিছুক্ষণের মধ্যেই রেল কর্তৃপক্ষ মা ও শিশুকে পুরুলিয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে উন্নত চিকিৎসা পেয়ে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। রেল কর্তৃপক্ষের মানবিকতা ও সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে প্রসূতির পরিবার।