Date : 2024-04-20

লোকসভা ভোটে কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, জানতে চাইল কমিশন

কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্যের জেলাগুলিতে কত কেন্দ্রীয়বাহিনী প্রয়োজন, তা নিয়ে রাজ্য পুলিশের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। চলতি সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। কোন জেলায় কত বাহিনী প্রয়োজন তা নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলার এসপি ও কমিশনারদের কাছে। লোকসভা ভোটের আগে সুনীল আরোরার নেতৃত্বে ইতিমধ্যে শহরে বৈঠক করে গেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। শহরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করে গেছেন তাঁরা। শহরের বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন, এমনকি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গেও আলাদা করে বৈঠক করে কমিশনের ডিভিশন বেঞ্চ। দলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ৷ বিজেপির হয়ে দলে ছিলেন মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ৷ রাজ্যে সব ডিএম, এসপি-দের স্পর্শকাতর বুথগুলিদের সম্পর্কে কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে একগুচ্ছ অভিযোগ জানিয়েছে বিজেপি। এমনকি তারা প্রতিটি বুথে পর্যবেক্ষকের দাবি জানিয়েছে।