ওয়েব ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হতেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রচার পর্ব।
আর নির্বাচনী প্রচারের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী পর্যটন।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের ভোট উৎসবকে ঘিরে বিদেশীদের আগ্রহের সীমা নেই।
তাই লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করতে দেশজুড়ে ভিড় বাড়ছে বিদেশীদের। ট্যুর অপারেটররা জানাচ্ছেন, ভারতে এই ট্রেন্ড বেশ নতুন।

নির্বাচনের সমগ্র পক্রিয়া কীভাবে হয়? কীভাবেই বা জনসংযোগ গড়ে তোলেন প্রার্থীরা? এসব বিষয় কাছ থেকে প্রত্যক্ষ করার চাহিদাতেই এই ধরনের ট্যুর জনপ্রিয় হচ্ছে এমনটাই জানাচ্ছেন ট্যুর অপারেটররা।

ইতিমধ্যেই নাকি আমেরিকা, ইউকে, জার্মানি, জাপান , ফ্রান্স থেকে অনেকেই বুকিংও সেরে ফেলেছেন ইতিমধ্যেই।
শুধুমাত্র ভোট প্রক্রিয়াই নয়, রাজনৈতিক নেতাদের সঙ্গে সরাসরি কথা বলে এবং সেখানকার অন্যান্য দ্রষ্টব্যগুলিও এই প্যাকেজের মধ্যেই ঘোরানো হবে।
তবে এই নির্বাচনী পর্যটন এই প্রথম নয়, ২০১২-য় গুজরাটের ভোটে প্রথম শুরু হয় নির্বাচনী পর্যটন।