Date : 2024-04-19

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস…

ওয়েব ডেস্ক: নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। পাঁচ থিমে ইস্তেহার প্রকাশ।

কর্মসংস্থান , শিল্প, কৃষি, ন্যূনতম আয় যোজনা থেকে শুরু করে জাতীয় সুরক্ষা সবকিছুতেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ‘হম নিভায়েঙ্গে’ ইস্তেহারে।

কেন্দ্রীয় সরকার, সরকারি অধীনস্থ সংস্থা, আইন ও সাংসদীয় ক্ষেত্রে প্রায় ৪ লক্ষ শূন্যপদে মার্চ ২০২০ এর মধ্যে এই শূন্যপদ পূরণ করার আশ্বাস দেওয়া হয়েছে ইস্তেহারে।

এর আগেও ২০ লক্ষের বেশি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধী।

পঞ্চায়েত সহ স্থানীয় সরকারি সংস্থায় ২০ লক্ষ শূন্যপদ পূরণের জন্য রাজ্য সরকারগুলিকে সহায়তা করা হবে ।

এছাড়াও, শিক্ষক, চিকিৎসক, নার্স, প্যারামেডিক, প্রযুক্তিবিদ ও প্রশাসনিক পদে নানাবিধ চাকরির আশ্বাস দিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের ‘ন্যায়’ (ন্যূনতম আয় যোজনা)-য় বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে প্রত্যেক গরিব পরিবারকে। যার পরিমান ৫ বছরে দাঁড়াবে পরিবার পিছু ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

রাজ্য সরকারের সঙ্গে একযোগে নয়া সেবা মিত্র পদ তৈরি করার কথাও বলা হয়েছে যেখানে কর্মসংস্থান হতে পারে প্রায় ১০ লক্ষ মানুষের।

ক্ষমতায় এলে অস্ত্র আইনে সংশোধন আনার প্রতিশ্রুতি।

একশো দিনের কাজ বাড়িয়ে ন্যূনতম ১৫০ দিন করা হবে।

রেলের মতোই কৃষকদের জন্য পৃথক বাজেট করা হবে।

শিক্ষা খাতে ৬ শতাংশ জিএসটি করা হবে।

December 3, 2021, 2:00 am

ভোট প্রচারে বাম প্রার্থী নমিতা দাস .

RPLUS News #Rplus ... See more

December 2, 2021, 11:30 pm

ভোট প্রচারে বাম প্রার্থী উপনীতা পাণ্ডে

RPLUS News #RPlus ... See more

December 2, 2021, 11:00 pm

দুর্গাপুরে এক গৃহবধুর সাফল্যের কাহিনী

RPLUS News #Rplus