Date : 2024-03-28

সেরার নিরিখে যাদবপুরকে টেক্কা দিল কলকাতা বিশ্ববিদ্যালয়…

ওয়েব ডেস্ক: সেরার নিরিখে যাদবপুরকে টেক্কা দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার দেশের সেরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই তালিকায় পঞ্চম স্থান দখল করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ষষ্ঠ স্থানে রয়েছে রাজ্যের আরও এক নামকরা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। বিগত বেশ কয়েক বছরে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। এই তালিকায় সবার উপরে রয়েছে আইআইএস বেঙ্গালুরুর নাম। দ্বিতীয় স্থানে দিল্লির জেএনইউ। তৃতীয় স্থানে বিএইচইউ, চতুর্থতে ইউনিভার্সিটি অফ হায়দরাবাদ। পঞ্চম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, ষষ্ঠ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে অন্না ইউনিভার্সিটি, চেন্নাই ও অমৃত বিশ্ব বিদ্যাপীঠম বিশ্ববিদ্যালয়, কোয়েম্বাত্তুর। নবমে রয়েছে, মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন। এবং দশমে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সেরা কলেজের তালিকাতেও জায়গা করে নিয়েছে রাজ্যের ২ টি কলেজ। সেরা কলেজের তালিকায় অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, রহড়া। এবং দশমে রয়েছে সেন্ট জ়েভিয়ার্স কলেজ।