Date : 2024-04-19

বরযাত্রী নিয়ে বরবেশে মনোনয়ন পত্র জমা দিতে গেলেন এই প্রার্থী

ওয়েব ডেস্ক: হাতে আর মাত্র ১ দিন। তারপরই শুরু হতে চলেছে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব।

জনসাধারণের মন রাখতে ও সর্বোপরি জনসংযোগ বাড়াতে কেউ মধ্যাহ্ন ভোজ সারছেন ভোটারের বাড়িতে, কেউ বা মাতছেন কীর্তনে আবার কেউ খেলছেন ফুটবল।

ভোট যে কত বড় বালাই, অস্বীকার করবেন এত দম কার? সবমিলিয়ে নির্বাচনের এই আগের কয়েকটা মাস জনসাধারণের নজর কাড়তে কীই না করতে হয় ভোট প্রার্থীদের। এদিকে কেউ প্রচার সারছেন গরুর গাড়িতে, কেউ আবার হুড খোলা গাড়িতে।

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব উদযাপনে প্রার্থীরা কেউই কোনও খামতি রাখতে চান না, তা স্পষ্টতই বোঝা যাচ্ছে।

তবে অন্যদের ছাপিয়ে গেলেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সংযুক্ত বিকাশ পার্টির বৈদ্যরাজ কিষাণ।

একেবারে বরযাত্রী, ব্যান্ডপার্টি নিয়ে বরবেশে মনোনয়ন পত্র জমা দিতে গেলেন তিনি। তখন পরণে সাদা শেরওয়ানি, লাল পাজামা ৷ মাথায় পাগড়ি ৷ গলায় মালা ৷ মাথার উপরে সুসজ্জিত ছাতা ৷ ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে চলেছেন বৈদ্যরাজ।

স্বাভাবিক ভাবেই পথচলতি মানুষের নজর কেড়েছেন তিনি। এবারই প্রথম নয় এর আগে ১৮ টি নির্বাচনে দাঁড়িয়েছেন ৫৯ বছর বয়সী বৈদ্যরাজ। জয় আসেনি একবারও। তবে দমে যাওয়ার পাত্র নন বৈদ্যরাজ।

কিন্তু হঠাৎ এমন সাজে মনোনয়ন জমা দিতে গেলেন কেন বৈদ্যরাজ? তার উত্তর অবশ্য তিনি দিয়েছেন নিজেই। সোমবার ছিল তাঁর বিবাহবার্ষিকী। তাই এই সিদ্ধান্ত নেন তিনি। সবমিলিয়ে তাঁর এই চমকেই কী ১৯ তম লড়াইয়ে জয় আসবে, সময় বলবে।