Date : 2024-04-16

আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ…

ওয়েব ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হল বৃহস্পতিবার।

দেশজুড়ে ২০টি রাজ্যের মোট ৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ আজ।

গত ১০ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে নির্বাচন কমিশন জানায় এবার ৭ দফায় ভোটগ্রহণ হবে দেশজুড়ে।

এবার ৯১ টি কেন্দ্রে সব মিলিয়ে ১২৭৯ জন প্রার্থী লড়াই করছেন।

তাদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৮৯ জন। প্রার্থীদের মধ্যে ৩৭ জনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

এই দফার ভোট গ্রহণ পর্বের বিশেষ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি হল কাইরানা, মজফ্ফরপুর, নাগপুর, গাজিয়াবাদ সহ একাধিক কেন্দ্র।

এছাড়া রয়েছে তেলেঙ্গানা, অরুণাচল, অন্ধ্রপ্রদেশ।

লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে আজ বিধানসভা নির্বাচনেরেও ভোটগ্রহণ।

এই দফায় পশ্চিমবঙ্গে মাত্র দুটি আসনে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোটগ্রহন পক্রিয়া চলছে।

এই দফার নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থী হলেন, চেভেল্লা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী বিশ্বেশ্বর রেড্ডি।

তাঁর সম্পত্তির পরিমান ৮৯৫ কোটি টাকা।

ঐ কেন্দ্রে তাঁর বিপরীতে রয়েছেন জনতা দলের নাল্লা প্রেম কুমার। তাঁর অর্থের পরিমান মাত্র ৫০০ টাকা।

কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে ভোটগ্রহণ পক্রিয়া।