Date : 2024-04-20

সোনা কান্ডে ভারতীর বাড়িতে গেল সিআইডি

পশ্চিম মেদিনীপুর: সোনা কান্ডে ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিআইডি। এই উদ্দেশ্যে ভারতী ঘোষের দাসপুরের বাড়িতে হানা দেয় সিআইডি। টানা ৪ ঘন্টা তাকে জেরা করেন সিআইডির কর্তারা। সিআইডির এসপি ইন্দ্র চক্রবর্তী ঘটনার তদন্তের নেতৃত্বে আছেন।নির্বাচনী প্রচারকার্যের জন্য ভারতী ঘোষ এই মুহুর্তে চককৃষ্ণবাটি অঞ্চলে একটি বাড়ি ভাড়া করে আছেন।

এদিন সকালে সেখানেই জেরা করার জন্য পৌঁছে যান সিআইডির আধিকারিকরা। ভারতী ঘোষের মুরাদদহের বাড়ি থেকে কয়েকশো কোটি টাকা এবং সোনা উদ্ধার হয়েছিল।

এই নিয়ে ভারতীর নাকতলার বাড়িতে সিআইডি নোটিশ পাঠিয়ে ছিল। শীর্ষ আদালতের নির্দেশ পেয়ে বৃস্পতিবার সকালে ভবানী ভবনে ডেকে পাঠানো হয় ঘাটালের বিজেপি প্রার্থী ভারতীকে। কিন্তু মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজে তিনি ভবানী ভবনে কাল উপস্থিত হতে পারেননি।

তিনি বাড়িতে না থাকা সিআইডির নোটিশ গ্রহণ করেননি তার স্বামী। শুক্রবার সিআইডি তাই সরাসরি ভারতীর বাড়িতে জেরার জন্য উপস্থিত হয় বলে সূত্রের খবর।