Date : 2024-04-25

প্রযুক্তির ভিড়ে স্মৃতির শেষ পাতায় নাম লেখাতে চলেছে টাইপ রাইটার

কলকাতা: কলকাতা শহরে সরকারি  লালবাড়ি গুলো আজও আছে। পুরনো খিলান, কড়িবরগার বাড়িগুলো ঐতিহ্যের তোড়ন হয়ে আজও বিরাজমান। দিন বদলের সঙ্গে সঙ্গে শুধু বদলে গেছে প্রযুক্তি। বাজারে এসেছে কম্পিউটার, ল্যাপটপ। মড়চে ধরেছে শুধু টাইপ রাইটার গুলোয়।

প্রয়োজনের অভাবে মানুষ মুখ ফিরিয়েছে টাইপ রাইটারের থেকে। ঠান্ডা ঘরে বসে কম্পিউটারে দিব্যি সামলে ফেলা যাচ্ছে অফিসের কাজ। টাইপ রাইটারকে কেন্দ্র করে যাদের জীবিকা নির্বাহ হত, তাদের কপালে চিন্তার ভাঁজ। সারাদিনের কাজে আয় হয়না সেভাবে।

চাহিদা কমেছে টাইপ রাইটার মেশিনের। ত্রিপলের নিচে কোন মতে টিম টিম করে টাইপ রাইটার আগলে জ্বলছে তাদের আশার আলো। রোজকার কোন ফিক্সট ইনকাম নেই তাদের। আজ বেশি তো কাল কম এভাবেই দিন চলে টাইপিস্টদের।

নির্বাচনের উত্তাপে সরগরম গোটা দেশ, কিন্তু তাদের জীবন বদলানোর কোন আশাই দেখছেন না তারা। কারো মনে আবার বিশ্বাস ভোটের পর যেই দলই আসুক তাদের জন্য কিছু উপহার নিশ্চই অপেক্ষা করছে।