Date : 2024-04-26

ঘটকের ভূমিকায় যখন ক্যাব…

ওয়েব ডেস্ক: মনে করুন সারাদিন ধকলের পর, ক্লান্তু শরীরে গা এলিয়ে বাড়ি ফিরছেন ক্যাবে। অফিসে বসের ঝাড় খাওয়ার পরে আপনার মনে হচ্ছে ইশ! যদি কেউ থাকত যার সঙ্গে সারাদিনের কথা বলে মনটা একটাু হালকা হত, তাহলে কী ভালোই না হত।

কিন্তু ভাবুন যদি আপনার ভবিতব্যকে অবাক করে দিয়ে সেই ক্যাবেই আপনি খুঁজে পান আপনার মনের মানুষকে! এও কী সম্ভব? জানি বিশ্বাস হচ্ছে না। তবে বিশ্বাস না হলেও এমন ঘটনাই ঘটেছে কানসাস সিটিতে। মাইকেল ও থমাসের গল্পটা অনেকটা এরকমই।

উবারে প্রথম দেখা দুজনের। থমাসের কথায়, তাঁরা দুজনই নাকি প্রথম থেকেই একটা অন্যরকম কানেকশন অনুভব করেছিলেন। রাইড শেষের পরেও নাকি উভয়ই উভয়ের চোখ থেকে চোখ সরাতে পারেননি। ঠিক যেন বলিউডি প্রেম।

পরে আবারও ভাগ্য তাদের নিয়ে আসে মুখোমুখি, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। মাইকেলই নেন প্রথম পদক্ষেপটা। আর দেরী না করে পাঠিয়েই দেন একটি মেসেজ। এবং শীঘ্রই দেখা করেন তাঁরা। খুব তাড়াতাড়িই তাঁরা আংটি বদল করে বিয়েটা সেরেই ফেলেন। তাই মনের মানুষ খুঁজে না পেলেও হাল ছাড়বেন না। কে জানে আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যায়!