Date : 2024-04-16

পদ্মফুল প্রতীকের নিচে বিজেপি লেখা নিয়ে বিতর্ক, বন্ধ ব্যরাকপুরের মকপোল

উত্তর ২৪ পরগণা: ব্যরাকপুর কেন্দ্রে পদ্মফুল প্রতীকের নীচে বিজেপি লেখা থাকায় নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।

ইভিএম-এ পদ্মফুল প্রতীকের পাশে বিজেপির নাম ব্যবহার করা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে মক পোলিং বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে রিটার্নিং অফিসারের দ্বারস্থ হয়েছে তৃণমূল ও সিপিআইএম প্রার্থীরা। প্রতীক পরিবর্তনের দাবি জানিয়ে প্রতিবাদে সরব হন বিরোধীরা।

শুক্রবার সকালে ব্যরাকপুরের প্রশাসনিক ভবন সেন্টারে মক পোলিং চলছিল। ইভিএম-এ প্রার্থী অর্জুন সিং-এর নামের নিচে ইংরাজী হরফে ‘বিজেপি’ লেখা ছিল।

বিষয়টি প্রকাশ্যে আসার পরই নৈহাটি বিধানসভা মকপোলিং সেন্টারে সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় প্রতিবাদ জানান।

এরপরেই ঘটনার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল ও সিপিআইএম কর্মীরা। এই ঘটনায় উত্তর ২৪ পরগণা তৃণমূল জেলা সভাপতি সরাসরি বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন।

ঘটনায় কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। কমিশনের কর্তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।

এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কমিশনের কাছে অভিযোগ করেন, একটি বিশেষ দল ইভিএমের প্রযুক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

এরফলে ইভিএম হ্যাক হওয়ার সম্ভবনা রয়েছে। তৃণমূলের টিকিটে চারবারের বিধায়ক অর্জুন সিং। লোকসভা ভোটের আগে দল বদল করে অর্জুন এখন বিজেপিতে।

লোকসভা ভোটে ব্যরাকপুর কেন্দ্রে তার উপরই দলের জয় এনে দেওয়ার ভরসা রেখেছে বিজেপি। এই কেন্দ্রে মকপোলের ভবিষ্যৎ কি তা সময়ই নির্ধারণ করবে।