Date : 2024-04-23

দেশজুড়ে আজ চতুর্থ দফার ভোটগ্রহণ…

ওয়েব ডেস্ক: দেশজুড়ে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। সোমবার দেশের ৯ রাজ্যের ৭২টি আসনে চতুর্থ দফার ভোট গ্রহণ। রাজ্যে ভোটগ্রহণ চলছে ৮টি কেন্দ্রে – বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, রানাঘাট, আসানসোল, বোলপুর ও বীরভূমে।

ভোট আপডেট –

১. দুবরাজপুরের ২৮৪/২৫৯ নং বুথে উত্তেজনা। বহু ভোটার একসঙ্গে বুথে ঢুকে পড়ায় উত্তেজনা ছড়ায়। বুথ লক্ষ্য করে ইট বুৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি আধা সেনার।

২. নজরবন্দি পরোয়া করি না। জিতবে নকুলদানা। ভোট দিয়ে বললেন অনুব্রত মণ্ডল।

৩. বহরমপুরে শ্রীগুরু পাঠশালা স্কুলে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী।

৪. ভোট শান্তিপূর্ণভাবেই চলছে, বললেন কেন্দ্রীয় বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

৫. বহরমপুরের সালারে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। SDPO-র নেতৃত্বে বহিরাগতদের উপর লাঠিচার্জ করল পুলিশ ও আধা সামরিক বাহিনী।

৬. খোট্টাডিহিতেও বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ। বিজেপি এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাবুলের। বললেন, কমিশনে অভিযোগ জানাবেন।

৭. সকাল ৯টা পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে। ৮ আসনে ভোট পড়েছে ১৬.৯০%।