Date : 2024-04-25

প্রেমে পড়ার আগে…

ওয়েব ডেস্ক: আপনার প্রিয় মানুষটি কী আদৌ আপনাকে পছন্দ করে। বন্ধুদের সঙ্গে আলোচনা করে, নানা পরিকল্পনা করেও যেন কিছুই হচ্ছেনা। তবে সেই সম্পর্ককে শুরুর আগে খেয়াল রাখুন এই বিষয়গুলির-

১. মনে করুন কেউ একজন আপনার সাথে সবসময় আছে। যে আপনাকে সব বিষয়ে সাহায্য করে। তার মানে কিন্তু এটা নয় যে সারাজীবন আপনার সাথেই থাকবে। তাই নিজের মনের ভেতর থেকে এই ধরনের প্রত্যাশাগুলিকে বের করে ফেলুন। এতে আপনি নিজে অনেক বেশি ভালো থাকবেন।

২. যদি আপনাকে কেউ সত্যিই পছন্দ করে তাহলে সেটা তাদের কাজকর্মেই আপনি বুঝতে পারবেন। আপনাকে জোর করে কিছু আদায় করার প্রয়োজন হবে না।

৩. সময় শব্দটাকে গুরুত্ব দিতে শিখতে হবে। কোনো জিনিসেই তাড়াহুড়ো করলে কেনো লাভ হয় না।

৪. মনে যা যা প্রশ্ন আসবে তা মনের মধ্যে চেপে না রেখে আগেই ডিজ্ঞেস করে ফেলুন। তাতে ভবিষ্যতে কম কষ্ট পাবেন।

৫. আপনার অতিরিক্ত ইমোশনে রাশ টানুন। কারণ অনেক সময় মানুষ খুব ইমোশনাল হয়ে এমন কিছু কাজ করে ফেলে যা পরে গিয়ে তারা নিজেরাই বুঝতে পারে যে ঠিক করেনি। কিন্তু তখন আর কিছু করার থাকে না।

এরকম কিছু কিছু কথা যদি প্রথম থেকেই মেনে চলা যায় তাহলে কিন্তু যেকোনো সম্পর্কেই খুব ভালো থাকা যায়।