Date : 2023-03-21

মাতৃজঠরেই কুস্তিতে মশগুল চেরি ও স্ট্রবেরি…

ওয়েব ডেস্ক: ভাই-বোন বা আত্মজ সন্তানের মধ্যে খুনসুটি নেহাতই সাধারণ বিষয়, কিন্তু ভাবুন তা যদি শুরু হয় পৃথিবীর আলো দেখার আগেই! অনেক সময়ই দুই বা তিন সন্তান মাতৃজঠরে একই সঙ্গে বেড়ে ওঠে।

চিকিৎসা বিজ্ঞান বলে, এই ধরণের যমজ সন্তানদের মধ্যে ভালোবাসার পাশাপাশি খুনসুটিও থাকে ভরপুর। চিনের ইয়ানচুয়ান প্রদেশের ২৮ বছরের সদ্য বাবা হওয়া মিঃ তাও সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়।

তাঁর স্ত্রী তখন চার মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতালে চলছিল আল্ট্রাসাউণ্ড টেস্ট । তখনই এই ভিডিওটি করেন মিঃ তাও। চারমাসের ভ্রূণ অবস্থাতেই তাদের এই কুস্তির ছবি সামনে আসে।

গত ৮ই এপ্রিল ৩২ সপ্তাহে সি-সেকশনের মাধ্যমে এই দুই খুদে পৃথিবীর আলো দেখেছে। তাও দম্পতি আদর করে দুই মেয়ের ডাকনাম রেখেছেন চেরি আর স্ট্রবেরি। কয়েক মাস ঐ ভিডিও রেকর্ডিং করলেও তা শেয়ার করেননি মিঃ তাও।

সৌজন্যে – ইউটিউব

বাচ্চা দুটি সুস্থভাবে জন্মানোর পরে এই বিরল দৃশ্য ছড়িয়ে দিয়েছেন নেট দুনিয়ায়। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন। তবে অনেকেই বলছেন পেটের ভেতরে কুস্তি করলেও এখন নিশ্চয়ই দুজনে দুজনকে খুব ভালোবাসে…