ওয়েব ডেস্ক: লোকসভা নির্বাচনে প্রতি বুথে থাকবে সশস্ত্র বাহিনী। সোমবার একথা ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তিতে ভোটকর্মীরা। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটকর্মীদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করবে কমিশন। কিন্তু প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কীনা সেবিষয়ে এখনও কিছু জানায়নি কমিশন।
প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে একাধিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ বয়কট করেছেন ভোটকর্মীরা। কারণ নিরাপত্তাহীনতা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা না পেলে ভোটকেন্দ্রে তাঁদের প্রাণ সংশয়ের আশঙ্কা হতে পারে বলে তাদের মত। অবশেষে মুখ খুলল নির্বাচন কমিশন। এদিকে আর ২ দিন পর শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পক্রিয়া। কমিশন সূত্রের খবর, প্রথম দফায় পশ্চিমবঙ্গে ২ কেন্দ্রের ভোটগ্রহণে নামানো হবে ১০৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।