ওয়েব ডেস্ক: ঘুরে দাঁড়ানোর সমস্ত আশাকে ব্যর্থ করে বৃহস্পতিবারই ঝাঁপ বন্ধ করেছে জেট এয়ারওয়েজ। কর্মীদের তিন মাসের বেতন বকেয়া রেখেই অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধের কথা ঘোষণা করে সংস্থাটি। গত কাল রাতে মুম্বই থেকে অমৃতসর পর্যন্ত তাদের শেষ উড়ান যায়।
এরই মধ্যে শুক্রবার কর্মীদের উদ্দেশ্যে নয়া নির্দেশ জারি করা হল। জেট কর্তৃপক্ষের তরফ থেকে চাকরি নিয়ে চরম অনিশ্চয়তায় ভোগা ২০ হাজার কর্মীকে বলা হল সংস্থার এই সঙ্কটের ব্যাপারে মিডিয়ায় মুখ খোলা যাবে না। এদিকে চাকরি হারিয়ে রীতিমতো দিশেহারা সংস্থার কর্মীরা।
বাধ্য হয়ে কম টাকায় অন্য উড়ান সংস্থায় কাজের ঝুঁকি নিতে হচ্ছে জেট কর্মীদের। অনেকেই এখনও নতুন চাকরির সংস্থান করে উঠতে পারেননি।
কার্যত একধাক্কায় এক অনিশ্চিত ভবিষ্যত প্রত্যক্ষ করছেন কয়েক হাজার কর্মচারী। আদৌ কোনোদিন জেট আবার ফিরবে পুরোনো ছন্দে? সময় বলবে।