Date : 2024-04-25

ভয়াবহ আগুনের গ্রাসে প্যারিসের ঐতিহ্যবাহী নোত্র দাম গির্জা

প্যারিস: নোত্র দাম ক্যাথিড্রাল গির্জার সঙ্গে জড়িয়ে আছে ফ্রান্সের বহু ঐতিহ্য। ১৮৩১ সালে বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক ভিক্টর হুগো তার উপন্যাস ‘হঞ্চাব্যাক অব নতরদাম’-এ এই গির্জার কথা উল্লেখ করেন। গির্জার বয়স প্রায় ৬৬৮ বছর। গির্জা সংরক্ষণের জন্য সম্প্রতি কাজ শুরু হয়েছে। কাজ চলাকালীন সোমবার স্থানীয় সময় অনুসারে দুপুরবেলা আগুনের গ্রাসে চলে যায় এই গির্জা।

আগুন লাগার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফ্রান্সের ঐতিহ্যমন্ডিত এই গির্জাটির মাথা পর্যন্ত পৌঁছে যায় আগুন। দমকলের ৪০০টি ইঞ্জিনের চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। গির্জার দুটি মুল স্তম্ভ এখনো পর্যন্ত অক্ষত রয়েছে বলে জানা গেছে।

এই ভয়াবহ আগ্নিকান্ডে মর্মাহত ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই গির্জাটির পুনঃনির্মান করা হবে। তবে দুর্ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর নেই।

নিরাপত্তা বাহিনীর সাহায্যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কি কারণে এই অগ্নিকান্ড হল তা এখনো পর্যন্ত জানা যায়নি।