মুর্শিদাবাদ: তৃতীয় দফা নির্বাচনের শুরুতেই মুর্শিদাবাদের ডোমকলে ব্যপক উত্তেজনা ছড়াল। ভোট দিতে গিয়ে ডোমকলের মানিকনগর এলাকায় তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ উঠল। ঘটনার অভিযোগ উঠেছে সিপিআইএম ও কংগ্রেসের বিরুদ্ধে। সূত্রের খবর, বুথের বাইরে বোমাবাজি চলাকালীন ভোট দিতে এসে আহত হন তৃণমূল কাউন্সিলরের স্বামী।
ঘটনার কথা জানতে পেরে জেলা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কমিশন। সোমবার রাতে এলাকায় বোমাবাজির জেরে ব্যপক উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার ভোট শুরু হলেও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এসে ফের এলাকায় বোমাবাজি শুরু করে। এলাকার বেশ কিছু মানুষের অভিযোগ, ডোমকল পুরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারি ভোট দিতে বুথে ঢুকতে গেলে তাকে বাধা দেয় দুষ্কৃতীরা।
বুথ থেকে ৩০০ মিটার দুরে নিয়ে গিয়ে তাকে ব্যপক মারধর শুরু করে। পালাতে গিয়ে বোমার আঘাতে আহত হন তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে আসেন ডোমকলের এসডিপিও সন্দীপ সেন। কেন্দ্রীয় বাহিনী এলাকায় রুট মার্চ চালাচ্ছে।
ঘটনার জেরে ওই বুথের কংগ্রেস এজেন্ট সহ ৯ জনকে আটক করেছে পুলিশ। কংগ্রেসের তরফে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। উল্টে কংগ্রেসের তরফে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ উঠেছে। এমনকি ভোট দিতে বুথে ঢুকত বাধা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে, এমনটাই অভিযোগ করছে বিরোধী দলের সমর্থকরা।