ওয়েব ডেস্ক: বাড়িতে টিয়া পাখি পোষেন? তাহলে কিন্তু এবার থেকে খুব সাবধানে থাকতে হবে আপনাকে। আপনার পোষা টিয়াটি কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিতে পারে যেকোনো মুহুর্তে।
বিশ্বাস হচ্ছে না তো? ব্রাজিলে ঠিক এমনই এক ঘটনার সম্মুখিন হলেন সেখানকার পুলিশরা। এবং যে ঘটনার দরুন তাঁরা অ্যারেস্ট করতে বাধ্য হলেন টিয়া পাখিটিকে।
ঘটনাটি অনেকটা এরকম, ব্রাজিলের মিলিটারি পুলিশের কাছে খবর আসে যে একটি বাড়িতে ড্রাগের বেআইনি ব্যবসা চলছে।
এই সন্দেহে তাঁরা সেখানে যান রেড করতে। এবং মিলিটারিদের বাড়ির বাইরে দেখা মাত্রই টিয়া পাখিটি বলে ওঠে, “মম্ পুলিশ”।
এবং সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়। পরে সেই বাড়িটি থেকে উদ্ধার হয় প্রচুর ড্রাগ।
তবে টিয়াটি সত্যিই প্রকৃত পোষ্যই বটে। কারণ তাকে দিয়ে একটা কথাও বলাতে পারেনি পুলিশেরা।
আপনার বাড়ির টিয়াটিকে কিন্তু এবার থেকে একটু সামলে রাখুন। কে জানে কখন কি মুখ ফসকে বলে দেয়!