ওয়েব ডেস্ক: আডবানী-যোশীর পর এবার সুমিত্রা মহাজন। বিজেপিতে কী ক্রমেই ব্রাত্য বয়ঃজেষ্ঠ্যরা?
শুক্রবার একটি বিবৃতি জারি করে সুমিত্রা মহাজন জানান, তিনি আর ভোটে লড়তে চান না।
দলের নেতাদের দ্বিধা কাটাতেই যে তাঁর এই সিদ্ধান্ত , তাও স্পষ্ট করে দিয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোরের সাংসদ।
এখনও পর্যন্ত মধ্যপ্রদেশের ইন্দোর আসনে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।
সেখানে নির্বাচন সপ্তম দফায় অর্থাৎ আগামী ১৯ মে। সুমিত্রা মহাজনের বর্তমান বয়স ৭৬।
ফলে তাঁর নামও বাদ যেতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছিল।
বিবৃতিতে তিনি জানিয়েছেন, তাঁর দল বিজেপি সম্ভবত ইন্দোরের প্রার্থী বাছাই নিয়ে দ্বিধায় রয়েছে।
অথচ আগেই এ বিষয়ে দলের অন্দরে আলোচনা হয়েছিল। সিদ্ধান্তের ভার তিনি দলের নেতাদের উপর ছেড়ে দিয়েছিলেন।
কিন্তু তারপরেও সিদ্ধান্ত নিতে পারেনি দল। বিজেপির নেতাদের সেই দ্বিধা তিনি কাটাতে চান।
সেই কারণেই তিনি ইন্দোর আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে কংগ্রেসের প্রকাশচন্দ্র শেঠিকে হারিয়ে প্রথমবার লোকসভার সাংসদ হন সুমিত্রা মহাজন।
তার পর টানা আটবার তিনি ইন্দোর থেকে লড়েছেন এবং জিতেছেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর লোকসভার অধ্যক্ষাও হন।
এদিকে বিজেপি কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নেয় ৭৫ বছরের বেশি নেতাদের আর প্রার্থী করা হবে না।
সেই ফর্মুলা মেনে ইতিমধ্যেই বাদ পড়েছেন লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশী।
সেই জন্যই কী নিজেকে বাদ দীতে চাইলেন সুমিত্রা? প্রশ্ন রাজনৈতিক মহলে।