Date : 2024-04-20

স্বপ্ন ছুঁল বাস্তব, কেরলে খুলল ট্রান্সওম্যানদের প্রথম হোটেল

ওয়েব ডেস্ক: “Kehte hain agar kisi cheez ko dil se chaho , to puri kainaat usse tumse milane ki koshish mein lag jaati hai”, কিং খানের এই সংলাপ ওদের জীবনে বড্ড বাস্তব। হ্যাঁ ওরাও চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন মন প্রাণ দিয়ে। নিজের কিছু করার। অবশেষে স্বপ্নপূরণ। তবে সেটা যেন এখন ওদের বিশ্বাসই হতে চাইছে না। কেরল সরকারের অর্থ সাহায্যে কোচিতে হোটেল খুললেন অদিতি, সায়া, প্রীতি, প্রণব, রাগারঞ্জিনী আর মিনাক্ষী। তারা সকলেই ট্রান্সওম্যান। এই ছয়মূর্তির দলের নাম রুচিমুদ্রা। এই নামেই রেখেছেন হোটেলের নামও।

চারতলা এই হোটেলে থাকছে সবরকম ব্যবস্থাও। এছাড়াও বেশকিছু সমাজসেবা মূলক কাজ করে রুচিমুদ্রা। ট্রান্সদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে তাঁরা শুরু করেছেন প্রচার কাজ।২০১৭ তেই কেরালা সরকার প্রায় ২৩ জন ট্রান্সওম্যানকে চাকরি দিয়েছেন মেট্রো রেলে। এছাড়াও এলজিবিটি কমিউনিটি নিয়েও কেরালা যথেষ্ঠ সরব। এছাড়াও যে কোনও ট্রান্স মানুষকেই নিয়মিত আশ্রয়, যোগাসন, কাউন্সেলিং ইত্যাদির মাধ্যে সুস্থ রাখার ভার নিয়েছে রুচিমুদ্রা।