Date : 2024-03-29

বাড়বে গরম, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই

ওয়েব ডেস্ক: রাজ্যে ভোটের উত্তাপের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। পাশাপাশি চলতি মাসের শুরুতে ফণী কিছুটা হলেও রাশ টেনেছিল তীব্র গরমে। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় স্বস্তি পেয়েছিল শহরবাসী। যদিও ফণী কলকাতায় তেমন প্রভাব ফেলতে পারেনি।

তবে ফণী আশঙ্কা কাটতেই ফের চড়ছে ব্যারোমিটার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার দাপট চলবে বলে পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ এবং ন্যূনতম ৩২ শতাংশ।

ফলে প্যাচপ্যাচে গরমে ফিরছে পুরোনো ভোগান্তি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশী। সোমবারও এই তাপমাত্রার হেরফের হয়নি। যা মরশুমের উষ্ণতমদিন বলে জানিয়েছে হাওয়া অফিস। মেঘ কাটতেই বেড়েছে রোদের দাপট।

হাওয়া অফিস সূত্রের খবর, ফণীর কারণে এবছর স্বাভাবিকের থেকে বেশ কিছুটা দেরিতে রাজ্যে প্রবেশ করবে বর্ষা। ফলে এখনও বেশ কিছুদিন তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে তাপপ্রবাহ চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।