Date : 2024-04-20

ভোট পর্ব মিটতেই সরিয়ে দেওয়া হল বাঁকুড়ার জেলা শাসককে…

বাঁকুড়া: ভোট পর্ব মিটতেই বাঁকুড়ার জেলা শাসক উমা শঙ্করকে পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নতুন দায়িত্ব পাচ্ছেন মুক্তা আর্য। প্রসঙ্গত, বাঁকুড়ায় নরেন্দ্র মোদীর সভার অনুমতি দেওয়া নিয়ে তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে।

ষষ্ঠ দফা ভোটে বাঁকুড়া কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু হিংসার খবরও আসে। এরপরেই নির্বাচন কমিশন অসন্তুষ্ট হয় বাঁকুড়ার জেলা শাসক উমা শঙ্করের প্রতি। ভোট পরবর্তী ক্ষেত্রে জেলার রিটার্নিং অফিসারের দায়িত্ব থাকে জেলা শাসকের উপর।

নির্বাচন কমিশনের হয়ে কাজ করে থাকেন জেলা শাসক। বাঁকুড়ার নব নির্বাচিত জেলা শাসকের উপর নির্বাচন পরবর্তী যাবতীয় কাজ ও স্ক্রুটিনির দায়িত্ব থাকবে।

লোকসভা নির্বাচনে ভোট পর্ব সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য বদ্ধপরিকর ছিল কমিশন। ভোট পর্ব শুরু হওয়ার আগেই কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুজ শর্মাকে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরকমই বিভিন্ন ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ আসায় উমা শঙ্করকে জেলা শাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মুক্তা আর্য সোমবার থেকে দায়িত্ব নেবেন জেলা শাসক পদে।