Date : 2024-03-28

যান্ত্রিক ত্রুটি দমদম বিমান বন্দরে, বিপাকে যাত্রীরা

কলকাতা: ফের কলকাতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়লেন যাত্রীরা। বিমানে যান্ত্রিক ত্রুটি নয়, এবার সমস্যা সৃষ্টি হল সার্ভারে। সোমবার, বিকেলে স্বাভাবিক ভাবেই বিমান ওঠা নামা করছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে।

এদিন বিকেল ৫ টা নাগাদ, হঠাৎই সিকিউরিটি অপারেশন কন্ট্রোল সিস্টেম সার্ভারটি বসে যাওয়ায় বিপত্তি দেখা দেয়।

এই সার্ভারটি বসে যাওয়ায় বোর্ডিং পাস ইস্যু বন্ধ হয়ে যায়। ফলে তীব্র সমস্যার মুখে পড়েন যাত্রীরা। কলকাতা বিমানবন্দরের আইটি টিম যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে।

দ্রুত সমস্যার সমাধান করতে শেষ পর্যন্ত ম্যানুয়াল সিস্টেমের ব্যবস্থা করে বিমান বন্দর কর্তৃপক্ষ। এর ফলে প্রত্যেকটি বিমান নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলেছে।

যান্ত্রিক ত্রুটির জেরে লোকাল এরিয়ার নেটওয়ার্ক ও ল্যান অচল হয়ে যায়। বিমান বন্দর সূত্রে খবর, এর ফলে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ২০টি বিমান দেরিতে ছাড়ে। তবে দ্রুতই সমস্যার সমাধান করা গেছে।