Date : 2024-04-20

বিষ্ফোরণে কেঁপে উঠল গুয়াহাটি…

ওয়েব ডেস্ক: বিষ্ফোরণে কেঁপে উঠল গুয়াহাটি। বুধবার রাত ৮টা নাগাদ হঠাৎ-ই গুয়াহাটির জু রোড গ্রেনেড বিষ্ফোরণে কেঁপে ওঠে। বিষ্ফোরণে ২ জনের মৃত্যু হয়, আহত হন প্রায় ১০ জন পথচারী। উলফার পরেশ বড়ুয়া স্বাধীন গোষ্ঠী গ্রেনেড হামলার দায় স্বীকার করে নিয়েছে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় হঠাৎ-ই দুজন বাইক আরোহী জনবহুল এলাকায় ঢুকে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে একটি পুলিশ চৌকি রয়েছে। জঙ্গিরা ঐ চৌকিকেই লক্ষ্য করে গ্রেনেড হামলা করে বলে প্রথমিক তদন্তে উঠে আসছে। পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের টার্গেটে ছিল এসএসবি ও রাজ্য পুলিশ। এরা জু রোডে সেন্ট্রাল মল-এর উল্টো দিকে ডিউটি করছিলেন। হামলা চালিয়েছে উলফার স্বাধীন গোষ্ঠী। বিস্ফোরণে আহত হয়েছেন, রমেশ লাল ও অমূল্য লাল্লান নামে ২ এসএসবি জওয়ান। এদের দুজনের আঘাত গুরুতর। ঘটনায় মৃতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। প্রশাসনের তরফে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।