Date : 2024-03-29

ভ্যাপসা গরমে শেষ দফা, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই…

ওয়েব ডেস্ক: রবিবার দেশজুড়ে সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। এরাজ্যেও কলকাতা ও দুই ২৪ পরগণায় হেভিওয়েট কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে। কিন্তু এই শেষ দফায় ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পাওয়ার কোনও আশ্বাসবাণী শোনাতে পারল না হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর,গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম আরও বাড়তে পারে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত ভ্যাপসা গরমের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা নেই শহরবাসীর।চড়া তাপের পাশাপাশি বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে কলকাতা ও সংলগ্ন এলাকায় অস্বস্তিকর গরম পড়েছে।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী।শনিবার দুপুরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ।বাঁকুড়া ও পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি অতিক্রম করেছে। পশ্চিমাঞ্চলের অন্যত্র সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে রয়েছে।এই মূহুর্তে কবে স্বস্তির বৃষ্টি নামবে বঙ্গে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।