Date : 2024-04-19

বুথ ফেরত সমীক্ষায় চাঙ্গা গেরুয়া শিবির, কমলনাথ-সরকারকে ফেলতে তৎপরতা…

ওয়েব ডেস্ক: রবিবার শেষ হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এরপরই সন্ধ্যে থেকে লোকসভার সাম্ভাব্য ফলাফল তথা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করতে শুরু করে জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমগুলি। বুথ ফেরত সমীক্ষায় বিজেপির প্রত্যাবর্তনের আভাস মিলতেই চাঙ্গা গেরুয়া শিবির। কেন্দ্রে বিজেপির সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস মিলতেই মধ্য প্রদেশের কমলনাথ সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। কমল নাথের সরকারকে সংখ্যালঘু উল্লেখ করে রাজ্যপালের কাছে বিশেষ অধিবেশনের দাবি জানাল বিজেপি।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় হুঁশিয়ারি দিয়েছিলেন, লোকসভা নির্বাচন শেষ হওয়ার ২২ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী থাকবেন না কমল নাথ। চূড়ান্ত ফল বেরনোর আগেই আত্মবিশ্বাস তুঙ্গে বিজেপির। সে রাজ্যের বিরোধী দলনেতা গোপাল ভর্গভ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলকে চিঠি দিয়ে এদিন জানান, বিভিন্ন ইস্যুকে খাঁড়া করে রাজ্যপালের কাছে বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, বুথ ফেরত্ সমীক্ষায় মধ্য প্রদেশে কংগ্রেসের কার্যত ধূলিসাৎ হওয়ার ইঙ্গিত মিলেছে। গত বছর মধ্য প্রদেশের বিধানসভা নির্বাচন হয়। সেখানে বিজেপিকে হটিয়ে কংগ্রেস সরকার গড়লেও দুই দলের আসন সংখ্যার নিরিখে তাদের অবস্থান খুব কাছাকাছি। কংগ্রেস পায় ১১৪টি আসন। বসপার ২টি আসনের সাহায্যে সরকার গড়ে কংগ্রেস। অন্য দিকে বিজেপির ঝুলিতে রয়েছে ১০৯টি আসন। সবমিলিয়ে ২৩তারিখ ফল প্রকাশের আগেই বুথ ফেরত সমীক্ষায় জয়ের ইঙ্গিত পেয়ে উত্তেজনায় ফুটছে গেরুয়া শিবির।