Date : 2024-03-28

৮৬.০১% পাশের হারে রেকর্ড গড়ল পর্ষদ

ওয়েব ডেস্ক: প্রকাশিত হল ২০১৯ মাধ্যমিক পরীক্ষার ফল। পর্ষদ প্রকাশিত ১০ জনের মেধা তালিকায় এবার স্থান করে নিয়েছেন ৫১ জন কৃতী ছাত্র-ছাত্রী। প্রথম হয়েছেন পূ্র্ব মেদিনীপুর জেলার সৌগত দাস। যার প্রাপ্ত নম্বর ৬৯৪।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন মোট ১০ লক্ষ ৫০ হাজার ৩৯৭ জন ছাত্র-ছাত্রী। অন্যান্য বছরের তুলনায় পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ। উল্লেখ্য এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে বেশকিছু বদল আনা হয়েছিল। সেই অনুপাতে পাশের হার অনেকটাই বেড়েছে বলে পর্ষদ সূত্রের খবর। অন্যান্যবারের মতে এবারও সাফল্যের নিরিখে কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা।

পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি, ৯৬.১০ শতাংশ। যদিও মেধা তালিকায় কলকাতা থেকে দশম স্থানে জায়গা করে নিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র সোহম দাস। তার প্রাপ্ত নম্বর, ৬৮১। গোটা রাজ্যে চলতি বছরে পাশের হার পর্ষদে রেকর্ড বলে সূত্রের খবর।