Date : 2024-04-20

দহন থেকে মুক্তি দিতে আজ বিকেলেই শহরে বৃষ্টি…

ওয়েব ডেস্ক: শুক্রবার রাত থেকেই আকাশের মুখ ভার। গভীর রাতে কলকাতা সংলগ্ন অঞ্চল কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। তবে যতটা গর্জেছে বর্ষায়নি ততটা। আজ সকাল থেকেই ফের গুমোট রয়েছে চারদিক।

আবহাওয়া দফতরের পূর্বাভাসেও মিলেছে স্বস্তির খবর। দীর্ঘ দহন জ্বালা মিটতে পারে আজ। শনিবার বিকেলের পর থেকে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টির হওয়ার সম্ভবনা রয়েছে। তবে স্বস্তি শুধুমাত্র আজ বিকেলের জন্যই মিলতে পারে। রবিবার সকাল থেকে ফের তীব্র গরমে হাঁসফাস করবে শহর। দীর্ঘ ১০দিন বৃষ্টির ছিটেফোটা দেখা মিলছিল না শহরে।

টানা গরমের সতর্কতা দিয়েছিল হাওয়া অফিস।তবে আজ কালবৈশাখীর দেখা মিললেও এখনই যে বর্ষার কোন সম্ভবনা নেই তা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৯ শতাংশ।