ওয়েব ডেস্ক: আমাদের জীবনে অনেককিছু না পাওয়া থেকে আসে হতাশা। ও তার থেকে সৃষ্টি হয় রাগ। তখন যেন মনে হয় সমস্ত কিছু ভেঙে তছনছ করে ফেলতে। কিন্তু সবসময় যে আমরা সেই রাগ প্রকাশ করতে পারি তা নয়।
তাহলে উপায়? চলে যান অ্যাঙ্গার রুমে। যেখানে গিয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন আপনি। ভেঙেচুরে ফেলতে পারবেন যা ইচ্ছে। বেজিংয়ের একজন যুবতী জিন মেং এই অ্যাঙ্গার রুম চালু করেন গত সেপ্টেম্বর থেকে।
শুধু বেজিংয়েই নয়, গুরগাঁওতেও সাঁনওয়ারী গুপ্তা চালু করেছেন এই অ্যাঙ্গার রুম বা ব্রেকরুম। এখানে রয়েছে পুরোনো টিভি সেট থেকে শুরু করে ঘড়ি, ওয়াইনের বোতল, থালা বাসন, আলমারি, কম্পিউটার সবকিছু। সেগুলি ভাঙার জন্যও রয়েছে বিভিন্ন ধরণের ব্যাট, হাতুড়ি ইত্যাদি।
রাগ হলে সেখানে গিয়ে যতখুশি ভাঙচুর করতে পারে যে কেউ। মাত্র ১৯৮ টাকা থেকে ১০০০ টাকার বিনিময়ে ব্রেকরুমে ভাঙচুর করতে পারা যাবে। আপনি কি এবং কটা জিনিস ভাঙছেন সেই অনুযায়ী দাম দিতে হবে। বেজিং, দিল্লি এবং গুরগাঁও ছাড়া, মেলবোর্ন এবং টেক্সাসেও রয়েছে এই অ্যাঙ্গার রুম। ১৮ বছরের ওপরে বয়স হলেই যেতে পারবেন সেখানে আপনিও।