ওয়েব ডেস্ক: সম্প্রতি অনির্বাণকে দেখা গেছে তাঁর নতুন ওয়েব সিরিজের টিজার লঞ্চে।
২৫শে বৈশাখের দিন মুক্তি পায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে মানভঞ্জনের টিজার।
সেই টিজারে অনির্বাণকে দেখে আবারও প্রেমে পড়েছে তাঁর ভক্তকুল।
ওয়েব সিরিজে সঙ্গে আছেন তাঁর রিউমারড গার্লফ্রেন্ড সোহিনী সরকারও।
ওনারা দুজনে সম্পর্কে আছেন কিনা সেই কথা স্বীকার না করলেও, গুজব কিন্তু অনেক কথাই বলে।
পরপর উমা, এক যে ছিল রাজা, শাহজাহান রিজেন্সি ও সম্প্রতি ভিঞ্চি দা-তে অনির্বাণ ভট্টাচার্য বারবার প্রমাণ করেছেন তাঁর অভিনয় দক্ষতা।
তা এই গরমে কি করছেন টলিউডের হার্টথ্রব? আপাতত কোনো ছবির শুটিং-এ ব্যস্ত নন তিনি।
তবে থিয়েটার প্রেমীদের জন্য আছে একটা সুখবর।
অনির্বাণ এখন কাজ করছেন দুটো নতুন নাটক নিয়ে। অভিনয় করছেন তিতুমীর নামক একটি নাটকে।
এবং পন্টু লাহা ২:০ নামক একটি নাটক পরিচালনা করছেন। এখন তাঁর দিন কাটছে থিয়েটার নিয়ে ব্যস্ততার মধ্যেই।