ওয়েব ডেস্ক: মুক্তি পেল ‘বিবাহ অভিযান’-এর পোস্টার। ছবিটির খবর জানার পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার শেষ ছিল না। কারণ মিমি চক্রবর্তীর এতে অভিনয় করার কথা ছিল। শেষ পর্যন্ত ভোটের প্রচারের কারণে তিনি পিছিয়ে আসতে বাধ্য হন। তার বদলে আসেন নুসরত ফারিয়া।
পোস্টরে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, নুসরত ফারিয়া, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়ঙ্কা সরকারকে। তিন নায়ককেই দেখা গিয়েছে ডাকাতের সাজে। কিন্তু তাদের মুখভঙ্গিই বুঝিয়ে দিচ্ছে তাদের মনে লুকিয়ে থাকা হতাশার কথা। অন্যদিকে তিন নায়িকাকে দেখা যাচ্ছে বেশ খোশমেজাজেই। বিরসা দাশগুপ্তের এই ছবির আরেক চমক হল রুদ্রনীল।
এই ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ সমস্তটাই লেখা রুদ্রনীলের। ‘বিবাহ অভিযান’-এ গানের সুর করছেন জিৎ গঙ্গোপাধ্যায় এবং লেখা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। ছবিটি মুক্তি পেতে চলেছে এই বছরই জুন মাসে। এবার অপেক্ষায় ছবির ট্রেলারের।