Date : 2024-04-20

বইপ্রেমীদের জন্য কলকাতার ক্যাফে ডেস্টিনেশন…

ওয়েব ডেস্ক: বই ভালোবাসেন? এই কলকাতা শহরের বুকেই আছে এমন কিছু ক্যাফে যে যেকোনো বইপ্রেমীর কাছে স্বর্গ মনে হবে।

ক্যাফেগুলিতে আপনি কফিকে সঙ্গী করে হাতে বই নিয়ে কাটাতে পারবেন একটা দারুণ সময়।

সেরকমই কয়েকটি ক্যাফের খোঁজ নিল আর প্লাস ওয়েব।

১. চা বার – পার্ক স্ট্রিটে অক্সফোর্ড বুক স্টোরে গেলেই এর খোঁজ মিলবে। এটি খোলা থাকে সকাল ১১ থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত। এবং পকেট ফ্রেন্ডলিও বটে। দুজন গেলে মোট পড়বে ৩০০ টাকার কাছাকাছি।

২. ক্যাফে স্টোরি- ভবানীপুরে এলগিন রোডে এটি অবস্থিত। সকাল ১১ থেকে ৮টা পর্যন্ত খোলা থাকে। প্রায় ৯৫০ টাকায় হয়ে যাবে দুজনের মনোস্কামনা পুরণ।

৩. আর্টসি ক্যাফে- মিন্টো পার্কের কাছেই এই ক্যাফের খোঁজ মিলবে। সকাল ৯টা থেকে খোলা থাকে রাত ৯টা পর্যন্ত। প্রায় ৯০০ টাকা দুজনের জন্য যথেষ্ট।

৪. টার্মিনাল ১১- সল্টলেকে এই ক্যাফেটি খোলা থাকে সকাল ৮টা থেকে রাত ১১ পর্যন্ত। খরচ? ১০০০ টাকা দুজনের মাথা পিছু।

৫. দ্য লাইটহা়উজ- প্রিন্স আনোয়ার শাহ রোডে এই ক্যাফেটি আছে। এটিও খোলা থাকে বিকেল ৪টে থেকে রাত ১১টা অবধি। ৪০০ টাকা মাথা পিছু খরচ।