ওয়েব ডেস্ক: ওড়িশায় আছড়ে পড়েছে ফণী। দ্রুত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার মধ্যরাত থেকেই এরাজ্যে আছড়ে পড়তে চলেছে ফণী। ইতিমধ্যেই ফণীর জেরে ওড়িশায় প্রাণ হারিয়েছেন ৬ জন। ফণী মোকাবিলায় প্রস্তুত রাজ্য। তবে এখন ঠিক কোথায় রয়েছে ফণী? আর কতক্ষণ পর রাজ্যে ফণা মেলবে ফণী?
জেনে নিন এই লিঙ্কে – earth.nullschool.net