কলকাতা: ফের শহরের জনবহুল অঞ্চলে অগ্নিকান্ড। দিনের ব্যস্ততম সময় পার্কস্ট্রিটের একটি নামী রেস্তোরাঁয় হঠাৎই আগুন লাগে। ঘটনার জেরে ওই অঞ্চলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
প্রাথমিক তদন্তে অনুমান, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। এর জেরেই রান্নাঘরের জানলা দিয়ে ধোঁয়া বেরতে দেখা যায়। আগুন লাগার খবর পেতেই রেঁস্তোরা থেকে কর্মী এবং ক্রেতারা হুড়োহুড়ি করে বেরিয়ে আসতে শুরু করে।
মুহুর্তের মধ্যে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে। খুব দক্ষতার সতঙ্গেই আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আআনার কাজ করেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে রেঁস্তোরা থেকে। এলাকায় বহু অফিস, দোকানপাট থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রেঁস্তোরার অগ্নি-নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফে। বেশ কিছুদিন আগে দ্য৪২ বিল্ডিং-এ আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে ছিল। কিন্তু হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আজকের ঘটনার জেরেও আতঙ্ক সৃষ্টি হয়েছে পার্কস্ট্রিট অঞ্চলে,তবে হতাহতের কোন খবর মেলেনি।