ওয়েব ডেস্ক: মা হতে চলেছেন অনুষ্কা?
সম্প্রতিই এই অভিনেত্রীকে দেখা গেছে একটি ক্লিনিক থেকে বেরোতে।
তবে তাঁর কোন অসুস্থতা দেখা গেছে কিনা তাও বোঝা যায়নি।
তবে নেটিজেনরা কিন্তু অন্য সুরই গাইছেন।
বলছেন নাকি মা হতে চলেছেন অনুষ্কা।
তাহলে কি এই কারণেই হঠাৎ সিনেমা জগৎ থেকে বিরতি নিলেন তিনি?
অনুষ্কা নিজে স্পষ্ট কিছু না জানালেও সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে।